Logo

আন্তর্জাতিক    >>   টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ

যুক্তরাজ্যের লেবার পার্টির অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন এবং তার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় সাংবাদিক ডেইজি আইলিফকে এই হুমকি দেওয়া হয়। শুক্রবার হুমকি দেওয়ার সেই ভিডিও পোস্ট করে সংবাদমাধ্যমটি। 

এ ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ পায়, যেখানে দেখা যায় ২০১৭ সালে চ্যানেল-৪ এর সাংবাদিক আইনজীবী ব্যারিস্টার আরমানের নিখোঁজ হওয়ার বিষয়ে টিউলিপ সিদ্দিকের কাছে প্রশ্ন করেছিলেন। ওই সময়ে টিউলিপ সিদ্দিক হুমকি দিয়ে সাংবাদিককে বলেন, “খুব সতর্ক থাকুন।”

টিউলিপ সিদ্দিক আরো বলেন, “আমি হ্যাম্পস্টেড এবং কিলবার্নের একজন লেবার এমপি। আমি একজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। তাই আপনি সাবধান থাকুন।” তিনি এই মন্তব্যের মাধ্যমে সাংবাদিককে শাসিয়ে দেন এবং শেষ পর্যন্ত বলেন, “আমি বাংলাদেশি নই এবং আপনাদের কথা বলার বিষয়ে আমার কোনো ধারণা নেই।”

এরপর টিউলিপ সিদ্দিকের সহকারী ক্যামেরার সামনে এসে সাংবাদিকদের ভিডিও ধারণ বন্ধ করার জন্য বলেন। তিনি মন্তব্য করেন, সাংবাদিকদের প্রশ্ন অপ্রাসঙ্গিক এবং বেপরোয়া।

এ ঘটনার পর, চ্যানেল-৪ নিউজের প্রধান সংবাদদাতা অ্যালেক্স থমসন এ মন্তব্যকে হুমকি হিসেবে অভিহিত করেন।

পরে, সাংবাদিক ডেইজি আইলিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে তার অভিজ্ঞতা নতুন করে শেয়ার করেন। তিনি বলেন, ২০১৭ সালে যখন তিনি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন, তখন টিউলিপ তাকে ‘সতর্ক থাকতে’ বলেন। সাংবাদিক আইলিফ দাবি করেন, এই ঘটনার পর তিনি অফকম, পুলিশ এবং তার বসদের কাছে অভিযোগ করেছিলেন, তবে কোনো অভিযোগই টিকেনি। তিনি বলেন, “এটি ক্যামেরায় রেকর্ড হওয়ার কারণে আমি চাকরি হারাইনি। তবে যদি তা না হতো, আমার চাকরি চলে যেত।"

এছাড়া, এর আগে জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেমের (ব্যারিস্টার আরমান নামে পরিচিত) স্ত্রীকেও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে।

এ ঘটনায় নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে এবং এই বিষয়টি রাজনীতিতে এবং মিডিয়ায় আবারও উত্তেজনা তৈরি করেছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert